About Us

আমাদের মিশন 

বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের উদ্দেশ্য: এই পরিষদের মূল উদ্দেশ্য সুষ্ঠু  ও সমতাপূর্ণ প্রকৌশল সমাজ গঠন করা, প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ে চেষ্টা করা, এবং সমাজে বৈষম্য বিরোধী কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রকৌশল ভিত্তিক সমাধান খোঁজা ও তা বাস্তবায়ন করা।

cropped-Logo.png

আমাদের ভিশন 

পরিষদটি বৈষম্য ও অসমতার বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সচেষ্ট থাকে। বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ বৈচিত্র্যময় পেশাদারদের মধ্যে সম্পর্ক স্থাপন ও সহযোগিতার সুযোগ তৈরি করে। এছাড়া, এটি বৈষম্যবিরোধী নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করে, যা প্রকৌশল খাতে লিঙ্গ, জাতি, ধর্ম ও অন্যান্য পরিচয়ের ভিত্তিতে বৈষম্য কমাতে সহায়ক। তরুণ প্রকৌশলীদের জন্য সুযোগ সৃষ্টি ও বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা এই পরিষদের অন্যতম লক্ষ্য। এইভাবে, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ প্রকৌশল পেশার বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

457000774_122099731418498486_6774856688599679572_n



প্রকৌশলী পরিষদের ­­নীতিমালা

. নাম: এই পরিষদের নাম হবে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ (এড্যাব)

. উদ্দেশ্য: এই পরিষদের মূল উদ্দেশ্য হবে সুষ্ঠু ও সমতাপূর্ণ প্রকৌশল সমাজ গঠন করা, প্রকৌশলীদের নায্য দাবি আদায়ে চেষ্টা করা, এবং সমাজে বৈষম্য বিরোধী কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রকৌশল ভিত্তিক সমাধান খোঁজা এবং তা বাস্তবায়ন করা

৩। পরিষদের কার্যক্রম পরিচালনার মূলনীতি হবে পেশাদারিত্বের সততা ও ন্যায়পরায়ণতার আকাঙ্ক্ষা।

৪। এটি বাংলাদেশের পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন, বিএসসি/অনার্স প্রকৌশলীরাই শুধুমাত্র পরিষদের সদস্য হতে পারবেন।

৫। পরিষদের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটি সহযোগে গঠিত হবে।

৬। প্রবীণ ও সর্বজনগ্রাহ্য প্রকৌশলীগণ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্তর্ভূক্ত হবেন।

৭। কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে একাধিক আহ্বায়ক, যুগ্মআহ্বায়ক থাকবেন। পরিষদের মুখপাত্র হিসেবে একজন প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করবেন। যেকোন সিদ্ধান্ত অধিকাংশ আহ্বায়কের মতামতের ভিত্তিতে গৃহীত হবে। (সংযুক্তি ১কেন্দ্রীয় কমিটির একটি নমুনা এতদসঙ্গে সংযুক্ত করা হল)

৮। কেন্দ্রীয় কমিটি প্রয়োজন অনুসারে সরকারী/স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানকেন্দ্রিক, অঞ্চলকেন্দ্রিক, ডিভিশন কেন্দ্রিক ইউনিট ঘোষণা করতে পারবে।

৯। ইউনিটগুলোর কমিটিতে কেন্দ্রীয় কমিটি অনুমোদিত একজন ইউনিট আহ্বায়ক ও একাধিক যুগ্মআহ্বায়ক ও সদস্য থাকবেন। ইউনিট আহ্বায়ক পদমর্যাদাবলে কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক হবেন এবং বাকিরা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন।

১০। সকল কমিটি ২ বছর মেয়াদী হবে, মেয়াদ শেষে সদস্যদের ভোটে ইউনিট কমিটি কমিটি গঠিত হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভোটে আহ্বায়ক মণ্ডলী গঠিত হবে।



ঘোষিত কেন্দ্রীয় কমিটি

মো: নাঈম হোসাইন

আহ্বায়ক, রুয়েট

ওয়ালীউল্লাহ

বুয়েট , আহ্বায়ক

আব্দুল্লাহ আল মাসয়াব

চুয়েট , আহ্বায়ক

বাহাদুর হোসাইন

ডুয়েট, আহ্বায়ক

জিহাদুল হক তালুকদার

কুয়েট ,আহ্বায়ক

তালহা

টেক্সটাইল ,আহ্বায়ক

ফাহিম

রুয়েট আহ্বায়ক

তালহা ইবনে আলাউদ্দিন

বুয়েট, আহ্বায়ক

মাহমুদুর রহমান শাহিদ

বুয়েট, আহ্বায়ক

মোস্তাফিজ

ডুয়েট , আহ্বায়ক

তারিফ হাসান

সাস্ট ,আহ্বায়ক

আবু রুম্মান

প্রাইভেট, আহ্বায়ক

জাওয়াদ

প্রাইভেট , আহ্বায়ক

জামিল আহসান

চুয়েট , যুগ্ন আহ্বায়ক

আব্দুল্লাহ আল রাকিব

ডুয়েট, যুগ্ন আহ্বায়ক

মো: আল ইমরান

কুয়েট, যুগ্ন আহ্বায়ক

শেখ মোঃ শাহাদাত হোসেন

রুয়েট, যুগ্ন আহ্বায়ক

আলী আম্মার মুয়াজ

বুয়েট , যুগ্ন আহ্বায়ক

টিপু

প্রাইভেট, যুগ্ন আহ্বায়ক

মাহাদী

প্রাইভেট , যুগ্ন আহ্বায়ক

Scroll to Top