অনুসন্ধানী কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসররা!
এবার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) অনিয়ম ও দুর্নীতি
অনুসন্ধানে গঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। পরিষদ
বলছে, এই অনুসন্ধানী কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের স্থান দেওয়া হয়েছে।
পরিষদের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই
দাবি সংবলিত চিঠি দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, উক্ত অনুসন্ধানী কমিটির সদস্যদের নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কমিটির কয়েকজন সদস্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছে। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং স্থানীয় জনগণ তাদেরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
এ অবস্থায় অনুসন্ধানী কমিটি থেকে বিতর্কিত সদস্যদের অব্যাহতি এবং বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের কমপক্ষে ২ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে অনুসন্ধানী কমিটি পুনর্গঠনের জোর দাবি জানানো হয় ওই চিঠিতে। চিঠিটি রোববার (২৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়। এর একটি অনুলিপি প্রধান উপদেষ্টার দপ্তরেও পাঠানো হয়েছে বলে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।