কুয়েটে হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
কুয়েটে হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতিকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করাসহ চার দফা দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের চার দফা দাবি হলো– ৭২ ঘণ্টার মধ্যে সব হামলাকারীকে গ্রেফতার করতে হবে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করতে হবে; কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে জনমতের ভিত্তিতে প্রণীত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী জাকির হোসেন, প্রকৌশলী জিহাদুল হক এবং প্রকৌশলী মাহমুদুর রহমান প্রমুখ।
ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।